দিয়েছি উপহার

দিয়েছি উপহার, করিও ব্যবহার।
দেখিও নয়নে, রাখিও স্বরনে,।
গোলাপের গন্ধ, তারুন্যের হাসি।
সত্যি করে বলছি বন্ধু -----
তোমাদের অনেক ভালোবাসি।

Related Post:

  • সুখের জন্য সুখের জন্য স্বপ্ন দুঃখের জন্য হাসি দিনের জন্য আলো রাতের জন্য নিশি মনের জন্য আশা আর, বন্ধ
  • তোমায় ভালবাসবো তুমি আমায় যতই দুঃখ দাও, তবুও আমি তোমাকে ভালোবাসি ভালবাসবো, যতই তুমি দূরে যাও এই মনের স
  • সাগর পাড়ি পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায় .. কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেয়া অসম্ভব .
  • অনন্তকালের জন্য ভালবাসা ক্ষনিকের জন্য নয়, ভালবাসা তো অনন্তকালের জন্য.....ভালবাসা তো একটি নয় দুটি হৃদয
  • শহরে যে শহরে তুমি আছ, সেখানে খবর কি করে পৌঁছে দেই তুমি চলে যাবার পরে, আজ আমার আর কোন বন্ধু ন
  • নিশি কাব্যে নিশি কাব্যে তোমার আগমন তৃপ্ত নয় তবু এ তন্ময়। কাছে এসো করব বরণ বিনীদ্র রয় তোমার কারন।এ
  • Facebook Comment