অনন্তকালের জন্য

ভালবাসা ক্ষনিকের জন্য নয়,
ভালবাসা তো অনন্তকালের জন্য.....ভালবাসা তো একটি নয়
দুটি হৃদয়ের.....ভালবাসা তো হাতটা ছেড়ে দেবার জন্য নয়....!!সারাজীবন হাতটা ধরে রাখার জন্য..........

(সংগৃহীত)

Related Post:

  • সুন্দর রাত সুন্দর রাত তার চেয়ে সুন্দর তুমি, মনের দরজা খুলে দেখ তোমার অতেক্ষায় দাড়িয়ে আছি আমি। দু'হা
  • তোমার মুখের তোমার মুখের হাসিটুকু লাগে আমার ভালো, তুমি আমার ভালবাসা বেঁচে থাকার আলো। রাজার যেমন রাজ্য
  • অবহেলা কখনো কাউকে অবহেলা করোনা। হয়তো এমন একদিন তোমার জীবনে আসতে পারে। যাকে আজ অবহেলা করেছ, তাক
  • শুকনো পাতার শুকনো পাতার মতো শুকিয়ে গেছে মন ,জানিনা কোন অপরাধে তুমি হয়ে গেলে এমন ,কি চেয়েছি, কি পেয়েছ
  • দুঃখ শুধু একটাই তোমাকে পাইনি এতে দুঃখ নেই --!! দুঃখ শুধু একটাই, তুমি আমাকে বুঝতে পারোনি----!! যদি কখনো
  • তোমায় সুর্য তোমায় সুর্য ভাবিনা যা অস্ত যাবে।তোমায় ফুল ভাবিনা যা ঝড়ে যাবে।তোমায় নদী ভাবিনা যা বয়ে যা
  • Facebook Comment