তুমি আমার সব

তুমি আমার সব না পাওয়ার
মধ্যে একমাত্র পাওয়া
যদি কখনো হারাতে হয় তোমাকে
সেইদিন আগে নিজেকে দুনিয়া
থেকে হারিয়ে ফেলবো ।
আমি তোমাকে এতোটাই ভালোবাসি
আমার অন্তুর জুড়ে শুধু
তুমি আছো শুধু তুমি!!!

(সংগৃহীত)
  • Facebook Comment