তোমায় ভালবাসবো

তুমি আমায় যতই দুঃখ দাও,
তবুও
আমি তোমাকে ভালোবাসি ভালবাসবো,
যতই তুমি দূরে যাও এই মনের
সীমান্তে
তোমাকেই রাখবো !! যতই
তুমি অবহেলা করো,
তবুও তোমায় আপন করে এই
হৃদয়ে রাখবো,
যতদিন বাঁচবো শুধুই তোমায়
ভালবাসবো.....

Related Post:

  • জীবনের রং জীবনের রং বড় বিচিত্র, কখনো লাল কখনো নীল। কখনো মুক্ত পাখির মতো। কখনো আবার চুপসে যাওয়া ফুল
  • শুকনো পাতার শুকনো পাতার মতো শুকিয়ে গেছে মন ,জানিনা কোন অপরাধে তুমি হয়ে গেলে এমন ,কি চেয়েছি, কি পেয়েছ
  • অবহেলা কখনো কাউকে অবহেলা করোনা। হয়তো এমন একদিন তোমার জীবনে আসতে পারে। যাকে আজ অবহেলা করেছ, তাক
  • দুঃখ শুধু একটাই তোমাকে পাইনি এতে দুঃখ নেই --!! দুঃখ শুধু একটাই, তুমি আমাকে বুঝতে পারোনি----!! যদি কখনো
  • ভালোবাসবে কে তোমায় ভালোবাসবে কে তোমায়. আমার মতো করে .. এক বেলারই প্রেম নয়.. থাকবে সারা জীবন ধরে .. একটু ভেব
  • সুন্দর রাত সুন্দর রাত তার চেয়ে সুন্দর তুমি, মনের দরজা খুলে দেখ তোমার অতেক্ষায় দাড়িয়ে আছি আমি। দু'হা
  • Facebook Comment