তোমায় ভালবাসবো

তুমি আমায় যতই দুঃখ দাও,
তবুও
আমি তোমাকে ভালোবাসি ভালবাসবো,
যতই তুমি দূরে যাও এই মনের
সীমান্তে
তোমাকেই রাখবো !! যতই
তুমি অবহেলা করো,
তবুও তোমায় আপন করে এই
হৃদয়ে রাখবো,
যতদিন বাঁচবো শুধুই তোমায়
ভালবাসবো.....
  • Facebook Comment