একটু দাঁড়াবে কী?

একটু দাঁড়াবে কী?
এখুনি নামবে বৃষ্টি
মেঘে আকাশ থমথম
নীড়ে ফিরে যাচ্ছে পাখি।
খেয়ালী আকাশের বুকে
ফুটে থাকা তারার মেলা।
ঢেকে দিয়ে যাচ্ছে যেন

কালো কালো মেঘের ভেলা
এখুনি যেওনা তুমি
ভালবাসা অনেক বাকি।
চারদিকে নামছে আঁধার
থাক না আরো কিছুক্ষন
ভালবেসে যাব দু'জনে
ঝড়ে যাবে ব্যথার শ্রাবণ।
এখুনি যেওনা তুমি
ভালবাসা অনেক বাকি।

(সংগৃহীত)

Related Post:

  • আমি ভুলে যাব আমি ভুলে যাব। কথা দিলাম, সব ভুলে যাব। ভুলে যাব কোনদিন তুমি ছিলে, রেখেছিলেম
  • তোমার চোখ এতো লাল কেন আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থে
  • স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখেছি , ভালবেসেছি অনুভবে আলতো ছোঁয়ায় হৃদয়ের খুব কাছে তোমায় পেয়েছি , রংধনুর সা
  • আর কত বার আর কত বার এই আমাকে আমার ভেঙ্গে চুরে নতুন করে গড়তে হবে ?? আর কত বার
  • যদি কখনো যদি কখনো আমি হারিয়ে যাই ঐ দূর তারার দেশে, তুমি কী তখনও খুজবে আমায় হাত বাড়িয়ে ভালবেসে...?
  • তুই পারবি কী ভাবিস নিজেকে, নর্দমার কাঁদা। জীবনের পথে এটিই তোর বাঁধা। সবার চেখে তুই থাকিস, হয়ে ঘৃণ
  • Facebook Comment