একটু দাঁড়াবে কী?

একটু দাঁড়াবে কী?
এখুনি নামবে বৃষ্টি
মেঘে আকাশ থমথম
নীড়ে ফিরে যাচ্ছে পাখি।
খেয়ালী আকাশের বুকে
ফুটে থাকা তারার মেলা।
ঢেকে দিয়ে যাচ্ছে যেন

কালো কালো মেঘের ভেলা
এখুনি যেওনা তুমি
ভালবাসা অনেক বাকি।
চারদিকে নামছে আঁধার
থাক না আরো কিছুক্ষন
ভালবেসে যাব দু'জনে
ঝড়ে যাবে ব্যথার শ্রাবণ।
এখুনি যেওনা তুমি
ভালবাসা অনেক বাকি।

(সংগৃহীত)

Related Post:

  • অপেক্ষায় আছি অপেক্ষায় আছি , অপেক্ষায় থাকবো .. যত দিন বেঁচে থাকি , তোমায় মনে রাখবো .. যত কষ্ট হোক
  • হাসি লুকানো যে আঁখিতে এত হাসি লুকানো কুলে কুলে তার কেন আঁখি-ধার, যে মনের আছে এত মাধুরী, সে কেন চল
  • কাউকে ভালোবাসা কাউকে ভালোবাসা কোন ভুল নয় কিন্তু ভুল মানুষটিকে ভালোবাসা মনে হয় জীবনের সব চেয়ে বড় অপ
  • এতটা ভালবাসি তোমাকে এতটা ভালবাসি যে... তুমি চাইলে হয়তো পৃথিবীটাকে এনে দিতে পারব না তবে ভালবাসা দিয়ে
  • হৃদয়ের দুটি চোখ হৃদয়ের দুটি চোখ দুই রকম, ১ম চোখ স্বপ্ন খুজে। হৃদয়ের দুটি চোখ দুই রকম, ২য় চোখ স্বপ্ন ভাঙ্
  • যদি কখনো যদি কখনো আমি হারিয়ে যাই ঐ দূর তারার দেশে, তুমি কী তখনও খুজবে আমায় হাত বাড়িয়ে ভালবেসে...?
  • Facebook Comment