তোমায় কত ভালবাসি,
তাতো তুমিই
জান,
তবু তুমি
বার বার,
কাঁদাও আমায়
কেন?
কথায় কথায় কাঁদাও তুমি,
চোখে পানি থৈ থৈ,
আমি যখন হারিয়ে যাব,
কষ্ট তুমি রাখবে কই?
তোমায় নিয়ে স্বপ্ন দেখি, আমি দিবস-রজনী, অলীক বস্তুর পিছে বুঝি, ছুটছ তুমি সজনী।
চন্দ্রিমার ঐ চন্দ্রালোকে, বসে বারান্দাতে, তোমার ছবি আঁখি আমি, মনের আল্পনাতে।
তোমায় ছাড়া জীবন আমার শুধুই শূন্যতা। তোমার মাঝেই অস্তিত্ব মোর, তুমিই পূর্ণতা।
(সংগৃহীত)
কথায় কথায় কাঁদাও তুমি,
চোখে পানি থৈ থৈ,
আমি যখন হারিয়ে যাব,
কষ্ট তুমি রাখবে কই?
তোমায় নিয়ে স্বপ্ন দেখি, আমি দিবস-রজনী, অলীক বস্তুর পিছে বুঝি, ছুটছ তুমি সজনী।
চন্দ্রিমার ঐ চন্দ্রালোকে, বসে বারান্দাতে, তোমার ছবি আঁখি আমি, মনের আল্পনাতে।
তোমায় ছাড়া জীবন আমার শুধুই শূন্যতা। তোমার মাঝেই অস্তিত্ব মোর, তুমিই পূর্ণতা।
(সংগৃহীত)