তোমায় কত ভালবাসি

তোমায় কত ভালবাসি, তাতো তুমিই জান, তবু তুমি বার বার, কাঁদাও আমায় কেন?
কথায় কথায় কাঁদাও তুমি,
চোখে পানি থৈ থৈ,
আমি যখন হারিয়ে যাব,
কষ্ট তুমি রাখবে কই? 

তোমায় নিয়ে স্বপ্ন দেখি, আমি দিবস-রজনী, অলীক বস্তুর পিছে বুঝি, ছুটছ তুমি সজনী।
চন্দ্রিমার ঐ চন্দ্রালোকে, বসে বারান্দাতে, তোমার ছবি আঁখি আমি, মনের আল্পনাতে।
তোমায় ছাড়া জীবন আমার শুধুই শূন্যতা। তোমার মাঝেই অস্তিত্ব মোর, তুমিই পূর্ণতা।

(সংগৃহীত)


Related Post:

  • স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখেছি , ভালবেসেছি অনুভবে আলতো ছোঁয়ায় হৃদয়ের খুব কাছে তোমায় পেয়েছি , রংধনুর সা
  • কই, কেউ তো ছিলো না কেউ কেউ ভালোবেসে ভুল করে, কেউ কেউ ভালোই বাসেনা কেউ কেউ চতুরতা দিয়ে খায় পৃথিবীকে, কেউ কেউ
  • হৃদয়ের দুটি চোখ হৃদয়ের দুটি চোখ দুই রকম, ১ম চোখ স্বপ্ন খুজে। হৃদয়ের দুটি চোখ দুই রকম, ২য় চোখ স্বপ্ন ভাঙ্
  • ভালোবাসা জীবনটা ভালোবাসা জীবনটা অনেক সাদা মাটা ছিল,রং গুলো খুব পানসে ছিল,গতিটা যেন খুব ধির ছিল, মনটা ভি
  • যা বলার যা বলার তা বলতে পারি না আমি আমার কাছে কতটা আপন তুনি। ঐ আকাশের সাদা মেঘ যেমন ভাসে, তুম
  • তোমারি কারনে Normal 0 false false false EN-US X-NONE X-
  • Facebook Comment