ভালোবাসি বাবুই

সমুদ্র তীরে ছাউনিতে শুয়ে আছে তরুণ । তার ডান হাতে মাথা রেখে আকাশ দেখছে প্রেয়সী,পাশের ছাউনিতে এক যুবকের হাতে সিগারেট দেখে তরুনের ও খুব ইচ্ছা করছিলো । কিন্তু প্রেয়সী কষ্ট পাবে ও সিগারেট খেতে চাইলে তাই তরুণ নিজকে সামলে নিল। বিষয়টি প্রেয়সীর দৃষ্
টি কে এড়ায় নি কারনও তরুণ কে বোঝে, তরুণকে কিছুটা অবাক করে দিয়ে প্রেয়সী পাশেই সিগারেট ফেরি করা লোকটিকে একটি সিগারেট দিতে বলে । তরুণ নিজের মাঝে কেমন যেন একটা ভালোবাসা অনুভব করতে লাগলো আর ভাবতে লাগলো যে এই মানুষটিকেই সে ভালোবাসে যে তাকে বঝে...............।



ঝলমলে এক বিকেল সমস্ত সৈকত জুড়ে তেমন একটা জনপ্রাণীও নেই। শুধু তরুণ আর তার পাশে সুয়ে থাকা প্রেয়সী,হটাতই যেন প্রকৃতিটা কেমন বিপর্যস্ত হয়ে উঠলো। সেই সাথে নীল আকাশটা ক্রমশও মেঘাছন্ন ওরা কিছু বুঝে উঠবার আগেই ঝপঝপ করে বৃষ্টি পড়তে লাগলো,বৃষ্টির শীতলতা প্রেয়সীকে স্পর্শ করা মাত্রই সে নিজকে গুটিয়ে নিল কিছুটা। তরুণ বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য ছাউনির ছাতাটা একটু বাঁকা করে দিল কিন্তু ফলাফল শূন্য বৃষ্টি সে বাধা উপেক্ষা করে তাদের ভিজিয়ে দিয়ে যাচ্ছে.....................

তরুণ প্রেয়সীকে শক্ত করে নিজের বুকে আগলে নিলো ও জানে প্রেয়সী ঠাণ্ডা সহ্য করতে পারেনা মোটেই..................

এখন চারিদিকে আবছা আলো আধারির খেলা চলছে গোধূলিও ঘনিয়ে এসেছে ধরণীতে,নির্জন সৈকতে হৃদয়য়ের মাঝে শক্ত করে জড়িয়ে আছে এক তরুনতার প্রেয়সীকে এই অঝড় বৃষ্টি ধারায়............
আর ভাবছেঃ- বিধাতা যদি এখানেই পৃথিবীটা ধ্বংস বা বিলিন করে দিতেন তবে তরুণের কোনই আফসোস থাকবে না এবং মনে মনে সে এটাই চাইছিল যে এটাই যেন তার জীবনের শেষ মুহূর্ত হয়
ভালোবাসি বাবুই..........................................।

  • Facebook Comment