চাঁদের দিকে

দেখো চাঁদের দিকে,,
কত যে কষ্ট তার বুকে..
কখনো কালো মেঘ ঢেকে যায়,,
কখনো সে জোছনা হারায়..
তবু ছড়িয়ে সে হাসে,,
কারন সে আকাশ কে ভালবাসে..!!

Related Post:

  • সুন্দর রাত সুন্দর রাত তার চেয়ে সুন্দর তুমি, মনের দরজা খুলে দেখ তোমার অতেক্ষায় দাড়িয়ে আছি আমি। দু'হা
  • নিশি কাব্যে নিশি কাব্যে তোমার আগমন তৃপ্ত নয় তবু এ তন্ময়। কাছে এসো করব বরণ বিনীদ্র রয় তোমার কারন।এ
  • ভালবাসা ভালবাসা তৈরী হয় ভাললাগা থেকে, ""স্বপ্ন তৈরী হয়, কল্পনা থেকে ""অনুভব তৈরী হয় অনুভূতি থেকে
  • তুমি আছো তুমি আছো বলে ভালবাসা চড়ে হৃদয় মাঝে।এ মনের ই গহীনে সাজিয়েছি প্রেম যেও না দূরে।ওতুমি ছাড়া
  • তোমায় ভালবাসবো তুমি আমায় যতই দুঃখ দাও, তবুও আমি তোমাকে ভালোবাসি ভালবাসবো, যতই তুমি দূরে যাও এই মনের স
  • দুঃখ শুধু একটাই তোমাকে পাইনি এতে দুঃখ নেই --!! দুঃখ শুধু একটাই, তুমি আমাকে বুঝতে পারোনি----!! যদি কখনো
  • Facebook Comment