একদিন তুমি বুঝবে একদিন তুমি বুঝবে। সেইদিন আমায় খুঁজবে। আমাকে পাবে না ফিরে। সেইদিন তুমি আমায় হারাবে। সেইদিন বুঝবে ভালোবাসা কী। যেইদিন অন্য একজন তোমায় কাঁদাবে। সেইদিন আমায় খুঁজবে। কিন্তু আমি হারিয়ে যাব নীরবে। (সংগৃহীত)