একদিন তুমি বুঝবে

একদিন তুমি বুঝবে। সেইদিন আমায় খুঁজবে। আমাকে পাবে না ফিরে। সেইদিন তুমি আমায় হারাবে। সেইদিন বুঝবে ভালোবাসা কী। যেইদিন অন্য একজন তোমায় কাঁদাবে। সেইদিন আমায় খুঁজবে। কিন্তু আমি হারিয়ে যাব নীরবে

(সংগৃহীত)

Related Post:

  • অবিবাহিত VS বিবাহিত ১. বিয়ের আগে : হিরো নাম্বার 1 বিয়ের পর : কুলি নাম্বার 1 ২. বিয়ের আগে : আমি প্রেমে পড়
  • তুমি আমার সব তুমি আমার সব না পাওয়ার মধ্যে একমাত্র পাওয়া যদি কখনো হারাতে হয় তোমাকে সেইদিন আগে নিজেক
  • জীবনের প্রথম সম্পর্ক জীবনের প্রথম সম্পর্ক, অনেক আনন্দের.......!। জীবনের প্রথম চাওয়া টা, অনেক দামি........!।
  • ভেসে ওঠে যার কথা ভেসে ওঠে মনে বারবার, তার মতো আপন এত কে হবে আবার প্রিয়জন চলে গেলে, ফিরে আসে না ত
  • নিরব নিরব চেয়ে থাকার মাঝে আনন্দ আছে। এই রকম আনন্দ কারো কাছে বলতে নেই। নিজের একান্ত অনুভুতি দি
  • সত্যিকারের বন্ধুত্ব সত্যিকারের বন্ধুত্ব কখনোই ছায়ার মতো নয়, আলোর মাঝে যার দেখা মেলে, আঁধারে যেঅস্তিত্বহীন
  • Facebook Comment