একদিন তুমি বুঝবে

একদিন তুমি বুঝবে। সেইদিন আমায় খুঁজবে। আমাকে পাবে না ফিরে। সেইদিন তুমি আমায় হারাবে। সেইদিন বুঝবে ভালোবাসা কী। যেইদিন অন্য একজন তোমায় কাঁদাবে। সেইদিন আমায় খুঁজবে। কিন্তু আমি হারিয়ে যাব নীরবে

(সংগৃহীত)

Related Post:

  • ভেসে ওঠে যার কথা ভেসে ওঠে মনে বারবার, তার মতো আপন এত কে হবে আবার প্রিয়জন চলে গেলে, ফিরে আসে না ত
  • এতো বেশী আমি হয়তো পারবো না তোমাকে পৃথিবীর সব সুখ এনে দিতে... কিন্তু... আমি পারবো তোমাকে সারা জী
  • নিজের স্বার্থে কেউ নিজের স্বার্থে দুরে সরে যায়.....কেউ ভালোবাসার টানে পিছু ফিরে চায়,কেহ অতীতকে ভূলে যা
  • জিনিস যে দিন থেকে ভালোবাস তে শিখেছি সেদিন থেকে বুঝেছি আনন্দ কি জিনিস তা চিনেছিলাম। আর যেদিন ত
  • হৃদয় এবং মস্তিস্কের হৃদয় এবং মস্তিস্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে, তখন তুমি হৃদয়কেই গ্রহন করো, কারন বুদ্ধিম
  • যারা খুব সহজে যারা খুব সহজে মানুষকে খুব বেশি আপন করে নেয় , তারাই পৃথিবীতে... সবচেয়ে বেশি কষ্ট পায় ।
  • Facebook Comment