অবিবাহিত VS বিবাহিত

. বিয়ের আগে : হিরো নাম্বার 1
বিয়ের পর : কুলি নাম্বার 1
. বিয়ের আগে : আমি প্রেমে পড়েছি
বিয়ের পর : হায় ! হায় !
আমি কি করেছি !
. বিয়ের আগে : জানেমান যেও না
বিয়ের পর : প্লীজ জানটা খেও না
. বিয়ের আগে : জানু,
কিছু তো বল
বিয়ে পর : একটু তো চুপ কর
. বিয়ের আগে :
তোমাকে ছাড়া বাঁচব না
বিয়ে পর : আজ তোমার
একদিন কি আমার একদিন
. বিয়ের আগে : জান, আবার
কবে দেখা করবা ?
বিয়ের পর : উফ !!
কবে বাপের বাড়ি বেড়াতে যাবা!!!

(সংগৃহীত)

Related Post:

  • ভুলে যাওয়া ভালবাসার মানুষকে ভুলে যাওয়া কঠিন কোন কাজ নয়।। কঠিন হলো তার সাথে কাটানো সময় আর স্মৃতিগুল
  • দোষী যদি আপনি জীবনে বার বার আঘাত পেতে থাকেন তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। কষ্ট পাবেন না
  • ধোকা যদি কাউকে ধোকা দিতে পারো, তাহলে ভেবোনা সেই বোকা ছিলো। মনে রেখো সে তোমাকে বিশ্বাস করেছিল
  • যখন তোমাকে যখন তোমাকে খুব মিস করি,, তখন ঐ আকাশের দিকে তাকিয়ে থাকি.. জানি সেখানে তোমাকে দেখব না..
  • জানিনা কতটুকু জানিনা কতটুকু ভালবাসি তোমায়, শুধু বলবো আমার ভালবাসার শেষ নেই ... তুমি যদি এর সীমানা খুঁ
  • কিছু কষ্ট কিছু কষ্ট এতো বিশাল যা সহ্য করা যায় না .. কিছু ব্যাথা এতো অসীম যা বুকে রাখা যায় না ..
  • Facebook Comment