তুই পারবি

কী ভাবিস নিজেকে, নর্দমার কাঁদা।
জীবনের পথে এটিই তোর বাঁধা
সবার চেখে তুই থাকিস, হয়ে ঘৃণার কু দৃষ্টি।
সেই চোখে ঝরা তুই, ভালবাসার বসন্ত বৃষ্টি
কি? তুই কিছুই পারিসনা, মরে যেতে ইচ্ছে করে।
নিজের ভেতরে রক্তের মধ্যে, জ্বালিয়েছিসকি আগুন, ওরে!
সেই আগুনে ব্যার্থতা পুড়িয়ে, প্রিয় হবি তুই মরে
রাগকে তুই বন্ধু বানা, কেউ তোকে করবেনা মানা।
খেয়ে সব অপমানের খানা, দেরে দে জীবন যুদ্ধে হানা
চিরজয়ী তুই নিশ্চয় হবি, যদি মেঘ সরিয়ে জাগাস রবি
আমি নয়রে কোন কবি, আমি তোদের মত রোজ মনের আয়নায় দেখি আপন ছবি

(সংগৃহীত)
  • Facebook Comment