যদি কখনও

যদি কখনও
কাউকে হারিয়ে ফেলএবং তার জন্য কষ্ট
পাও
তখন মনে করবে তুমি পৃথিবীতেএকাই
এসেছিলে।
তাই তোমাকে একাই পথ চলতে হবে।
আর যদি অনেক কষ্ট পাও তখন কষ্টটাকে
সুখ ভেবে মেনে নাও এবং সেখান
থেকে শিখ।
তারপর আবার পথ চলতে শুরু কর।

(সংগৃহীত)
  • Facebook Comment