যদি কখনও

যদি কখনও
কাউকে হারিয়ে ফেলএবং তার জন্য কষ্ট
পাও
তখন মনে করবে তুমি পৃথিবীতেএকাই
এসেছিলে।
তাই তোমাকে একাই পথ চলতে হবে।
আর যদি অনেক কষ্ট পাও তখন কষ্টটাকে
সুখ ভেবে মেনে নাও এবং সেখান
থেকে শিখ।
তারপর আবার পথ চলতে শুরু কর।

(সংগৃহীত)

Related Post:

  • কাউকে ভালবাসো কাউকে ভালবাসো তবে মন প্রান দিয়ে ভালবাসবে, অভিনয় করে নয়, কারন অভিনয় শুধু ভালবাসাকে অপ
  • খুব প্রিয় যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে .. প্রথম প্রথম মানুষ খুব
  • ভুলে যাওয়া ভালবাসার মানুষকে ভুলে যাওয়া কঠিন কোন কাজ নয়।। কঠিন হলো তার সাথে কাটানো সময় আর স্মৃতিগুল
  • তুমি কখনো বুঝলে না তুমি কখনো বুঝলে না আমি তোমাকে কতটা ভালবাসি ... আমার ভালবাসা তুমি কখনই বোঝার চেষ্টা কর ন
  • বিবেকবান বিবেকবান মানুষ সব সময় আবেগ এর কাছে পরাজিত হয় । কারন আবেগের পরাজয় বিবেক এর কাছেই হয়।
  • পাবো না আমি কি তোমায় পাবো না, নাকি তুমি নিজেই আমার হবে না ... তুমি হয়তো আমার চেয়ে সুন্দর কাউ
  • Facebook Comment