যদি কখনও

যদি কখনও
কাউকে হারিয়ে ফেলএবং তার জন্য কষ্ট
পাও
তখন মনে করবে তুমি পৃথিবীতেএকাই
এসেছিলে।
তাই তোমাকে একাই পথ চলতে হবে।
আর যদি অনেক কষ্ট পাও তখন কষ্টটাকে
সুখ ভেবে মেনে নাও এবং সেখান
থেকে শিখ।
তারপর আবার পথ চলতে শুরু কর।

(সংগৃহীত)

Related Post:

  • স্বপ্ন সেটা স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানু
  • পৃথিবিতে সব চেয়ে অসহায় পৃথিবিতে সব চেয়ে অসহায় সে, যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারেনা একটু চিৎকার
  • পাহাড়ের উপর পাহাড়ের উপর দাড়িয়ে আকাশ কে যতটা কাছে মনে হয় ,আকাশ ততোটা কাছে নয়...ঠিক তেমনি কোন মানু
  • রাগান্বিত মানুষ যখন রাগান্বিত অবস্থায়,তখন তাকে কোনভাবে বিরক্ত করা উচিত নয় । কেননা তা থেকে চরম ভুল
  • জিনিস যে দিন থেকে ভালোবাস তে শিখেছি সেদিন থেকে বুঝেছি আনন্দ কি জিনিস তা চিনেছিলাম। আর যেদিন ত
  • অবিবাহিত VS বিবাহিত ১. বিয়ের আগে : হিরো নাম্বার 1 বিয়ের পর : কুলি নাম্বার 1 ২. বিয়ের আগে : আমি প্রেমে পড়
  • Facebook Comment