পাবো না

আমি কি তোমায় পাবো না,
নাকি তুমি নিজেই আমার হবে না ... তুমি হয়তো আমার চেয়ে
সুন্দর কাউকে পাবে,কিন্তু কেউ
কি তোমাকে আমার মতো করে এতো বেশি ভালবাসবে ??
যেদিন কেউ তোমাকে কষ্ট দিবে,সেদিন বুঝবে আমার ভালবাসা
কতটা গভীর ছিল...কতটা ভালোবেসেছিলাম তোমাকে...আমি জানি আমাকে মনে পড়বে হয়ত সেদিন আমি তোমার কাছ থেকে অনেক অনেক দূরে থাকব

(সংগৃহীত)

Related Post:

  • অল্পতেই যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়,সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়।আনন্দ প
  • যারা খুব সহজে যারা খুব সহজে মানুষকে খুব বেশি আপন করে নেয় , তারাই পৃথিবীতে... সবচেয়ে বেশি কষ্ট পায় ।
  • ধোকা যদি কাউকে ধোকা দিতে পারো, তাহলে ভেবোনা সেই বোকা ছিলো। মনে রেখো সে তোমাকে বিশ্বাস করেছিল
  • সত্যিকারের বন্ধুত্ব সত্যিকারের বন্ধুত্ব কখনোই ছায়ার মতো নয়, আলোর মাঝে যার দেখা মেলে, আঁধারে যেঅস্তিত্বহীন
  • দোষী যদি আপনি জীবনে বার বার আঘাত পেতে থাকেন তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। কষ্ট পাবেন না
  • বিবেকবান বিবেকবান মানুষ সব সময় আবেগ এর কাছে পরাজিত হয় । কারন আবেগের পরাজয় বিবেক এর কাছেই হয়।
  • Facebook Comment