পাবো না

আমি কি তোমায় পাবো না,
নাকি তুমি নিজেই আমার হবে না ... তুমি হয়তো আমার চেয়ে
সুন্দর কাউকে পাবে,কিন্তু কেউ
কি তোমাকে আমার মতো করে এতো বেশি ভালবাসবে ??
যেদিন কেউ তোমাকে কষ্ট দিবে,সেদিন বুঝবে আমার ভালবাসা
কতটা গভীর ছিল...কতটা ভালোবেসেছিলাম তোমাকে...আমি জানি আমাকে মনে পড়বে হয়ত সেদিন আমি তোমার কাছ থেকে অনেক অনেক দূরে থাকব

(সংগৃহীত)

Related Post:

  • দোষী যদি আপনি জীবনে বার বার আঘাত পেতে থাকেন তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। কষ্ট পাবেন না
  • রাগান্বিত মানুষ যখন রাগান্বিত অবস্থায়,তখন তাকে কোনভাবে বিরক্ত করা উচিত নয় । কেননা তা থেকে চরম ভুল
  • যখন তোমাকে যখন তোমাকে খুব মিস করি,, তখন ঐ আকাশের দিকে তাকিয়ে থাকি.. জানি সেখানে তোমাকে দেখব না..
  • জানিনা কতটুকু জানিনা কতটুকু ভালবাসি তোমায়, শুধু বলবো আমার ভালবাসার শেষ নেই ... তুমি যদি এর সীমানা খুঁ
  • যদি সময়ের যদি সময়ের সাথে সাথে ভালোবাসা কমতে থাকে, তাহলে বুঝতে হবে সেটা কখনোই ভালোবাসা ছিলো না, সে
  • তুমি আমার সব তুমি আমার সব না পাওয়ার মধ্যে একমাত্র পাওয়া যদি কখনো হারাতে হয় তোমাকে সেইদিন আগে নিজেক
  • Facebook Comment