এই পূথিবীতে

এই পূথিবীতে বেচে থাকার
ইচ্ছে গুলো দিন দিন
হারিয়ে ফেলতে ইচ্ছে করছে,
কারন এ পৃথিবীর মানুষ গুলো নিজের
স্বার্থ
ছাড়া কিছুই বুঝে না, কেউ কেউ অনেক কষ্ট
দিয়ে বলে ,
আমার জন্য না হয় একটু কষ্ট
করলে আর কি ?
তা কি হয় বলুন, কেন যানি দিন দিন
এ পৃথিবীর মানুষ
গুলো পাল্টিয়ে যাচ্ছে ,
যাকে ভাবি আপন ,সেই
করে দেয় এখন পর...

(সংগৃহীত)

Related Post:

  • তুমি কখনো বুঝলে না তুমি কখনো বুঝলে না আমি তোমাকে কতটা ভালবাসি ... আমার ভালবাসা তুমি কখনই বোঝার চেষ্টা কর ন
  • অবিবাহিত VS বিবাহিত ১. বিয়ের আগে : হিরো নাম্বার 1 বিয়ের পর : কুলি নাম্বার 1 ২. বিয়ের আগে : আমি প্রেমে পড়
  • ৭টি কথা ভালবাসা সম্পর্কিত ৭টি কথাঃ ১. কারো চোখ, বা ঠোঁট কিংবা সুগঠিত শরীর এর কারনে ভালো লাগে - ত
  • পবিত্র ভালবাসা কাউকে দূর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালবাসা। কারন, এ ভালবাসায় কোন রকম অপবিত্রতা থাক
  • মানুষ আমি মানুষ আমি,- মানুষ আমার পাশে; হৃদয়ে তার হৃদয় মেশালেও ব্যক্তি আমি- ব্যক্তিপুরুষ সেও দ্বীপে
  • সত্যিকারের বন্ধুত্ব সত্যিকারের বন্ধুত্ব কখনোই ছায়ার মতো নয়, আলোর মাঝে যার দেখা মেলে, আঁধারে যেঅস্তিত্বহীন
  • Facebook Comment