যখন তোমাকে

যখন তোমাকে
খুব মিস করি,,
তখন ঐ আকাশের
দিকে তাকিয়ে থাকি..
জানি সেখানে
তোমাকে দেখব না..
কিন্তূ এই ভেবে
শান্তনা পাই যে,,
দুজনে এক
আকাশের নিচেই
তো আছি....

(সংগৃহীত)

Related Post:

  • সত্যিকারের বন্ধুত্ব সত্যিকারের বন্ধুত্ব কখনোই ছায়ার মতো নয়, আলোর মাঝে যার দেখা মেলে, আঁধারে যেঅস্তিত্বহীন
  • কাউকে ভালবাসো কাউকে ভালবাসো তবে মন প্রান দিয়ে ভালবাসবে, অভিনয় করে নয়, কারন অভিনয় শুধু ভালবাসাকে অপ
  • ভালোবাসার শুরু হয় ভালোবাসার শুরু হয়, শেষ হয় না। হয়তো এক সময় ভালোবাসার মানুষটা হারিয়ে যায়, তবে ভালোবাসা হার
  • খুব প্রিয় যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে .. প্রথম প্রথম মানুষ খুব
  • বন্ধু তাকেই বন্ধু তাকেই করা যায়,যে হাজার কষ্টের মাঝেও পাশে থাকে।বন্ধুতাকেই ভাবা যায়, যে তার ভালোবাস
  • হৃদয় এবং মস্তিস্কের হৃদয় এবং মস্তিস্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে, তখন তুমি হৃদয়কেই গ্রহন করো, কারন বুদ্ধিম
  • Facebook Comment