যখন তোমাকে

যখন তোমাকে
খুব মিস করি,,
তখন ঐ আকাশের
দিকে তাকিয়ে থাকি..
জানি সেখানে
তোমাকে দেখব না..
কিন্তূ এই ভেবে
শান্তনা পাই যে,,
দুজনে এক
আকাশের নিচেই
তো আছি....

(সংগৃহীত)

Related Post:

  • ভালোবাসার শুরু হয় ভালোবাসার শুরু হয়, শেষ হয় না। হয়তো এক সময় ভালোবাসার মানুষটা হারিয়ে যায়, তবে ভালোবাসা হার
  • ৭টি কথা ভালবাসা সম্পর্কিত ৭টি কথাঃ ১. কারো চোখ, বা ঠোঁট কিংবা সুগঠিত শরীর এর কারনে ভালো লাগে - ত
  • মানুষ আমি মানুষ আমি,- মানুষ আমার পাশে; হৃদয়ে তার হৃদয় মেশালেও ব্যক্তি আমি- ব্যক্তিপুরুষ সেও দ্বীপে
  • ভুলে যাওয়া ভালবাসার মানুষকে ভুলে যাওয়া কঠিন কোন কাজ নয়।। কঠিন হলো তার সাথে কাটানো সময় আর স্মৃতিগুল
  • বন্ধু তাকেই বন্ধু তাকেই করা যায়,যে হাজার কষ্টের মাঝেও পাশে থাকে।বন্ধুতাকেই ভাবা যায়, যে তার ভালোবাস
  • ভেসে ওঠে যার কথা ভেসে ওঠে মনে বারবার, তার মতো আপন এত কে হবে আবার প্রিয়জন চলে গেলে, ফিরে আসে না ত
  • Facebook Comment