সত্যিকারের বন্ধুত্ব

সত্যিকারের বন্ধুত্ব কখনোই ছায়ার মতো নয়, আলোর
মাঝে যার দেখা মেলে, আঁধারে যেঅস্তিত্বহীন...
সত্যিকারের বন্ধুত্ব সবুজ ঘাসে ঢাকা তেপান্তরের
খোলা মাঠের মতো, যাকে ঘিরে স্বার্থপরতার প্রাচীর
নেই...
সত্যিকারের বন্ধুত্ব গাণিতিক সংখ্যার মতো,
শূণ্যতা নামক শূণ্য দিয়ে ভাগ করলেও যার পরিধি অসীম
ছোঁয়...
সত্যিকারের বন্ধুত্ব ঠিক রেললাইনের মতো,
যারা সমান্তরালে চলতে পারে বহুদূর...
সেই সবচেয়ে ভাগ্যবান, যার সত্যিকারের বন্ধু আছে.......

(সংগৃহীত)

Related Post:

  • জীবনের প্রথম সম্পর্ক জীবনের প্রথম সম্পর্ক, অনেক আনন্দের.......!। জীবনের প্রথম চাওয়া টা, অনেক দামি........!।
  • বন্ধু তাকেই বন্ধু তাকেই করা যায়,যে হাজার কষ্টের মাঝেও পাশে থাকে।বন্ধুতাকেই ভাবা যায়, যে তার ভালোবাস
  • খুব প্রিয় যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে .. প্রথম প্রথম মানুষ খুব
  • যখন তোমাকে যখন তোমাকে খুব মিস করি,, তখন ঐ আকাশের দিকে তাকিয়ে থাকি.. জানি সেখানে তোমাকে দেখব না..
  • জীবনে এমন সকল ছেলেরাই চায় তার জীবনে এমন একজন কেউ আসুক যে তাকে নিয়ে চিন্তা করুক ৷ তার দিকে খেয়াল
  • সামনে কত পথ সামনে কত পথ পাড়ি দিতে হবে বা কত কষ্ট সহ্য করতে হবে, সেটা না ভেবে মনে করতে চেষ্টা কর- এ
  • Facebook Comment