আবেগের ভালোবাসা

কাউকে আবেগের
ভালোবাসা দিও
না,
মনের ভালোবাসা দিও ।
কারন, আবেগের
ভালোবাসা একদিন বিবেকের
কাছে হেরে যাবে, আর মনের
ভালোবাসা চিরদিন
থেকে যাবে ।

(সংগৃহীত)

Related Post:

  • তুমি কখনো বুঝলে না তুমি কখনো বুঝলে না আমি তোমাকে কতটা ভালবাসি ... আমার ভালবাসা তুমি কখনই বোঝার চেষ্টা কর ন
  • হৃদয় এবং মস্তিস্কের হৃদয় এবং মস্তিস্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে, তখন তুমি হৃদয়কেই গ্রহন করো, কারন বুদ্ধিম
  • সত্যিকারের বন্ধুত্ব সত্যিকারের বন্ধুত্ব কখনোই ছায়ার মতো নয়, আলোর মাঝে যার দেখা মেলে, আঁধারে যেঅস্তিত্বহীন
  • জিনিস যে দিন থেকে ভালোবাস তে শিখেছি সেদিন থেকে বুঝেছি আনন্দ কি জিনিস তা চিনেছিলাম। আর যেদিন ত
  • একদিন তুমি বুঝবে একদিন তুমি বুঝবে। সেইদিন আমায় খুঁজবে। আমাকে পাবে না ফিরে। সেইদিন তুমি আমায় হারাবে। সেই
  • পাবো না আমি কি তোমায় পাবো না, নাকি তুমি নিজেই আমার হবে না ... তুমি হয়তো আমার চেয়ে সুন্দর কাউ
  • Facebook Comment