আবেগের ভালোবাসা

কাউকে আবেগের
ভালোবাসা দিও
না,
মনের ভালোবাসা দিও ।
কারন, আবেগের
ভালোবাসা একদিন বিবেকের
কাছে হেরে যাবে, আর মনের
ভালোবাসা চিরদিন
থেকে যাবে ।

(সংগৃহীত)

Related Post:

  • পাহাড়ের উপর পাহাড়ের উপর দাড়িয়ে আকাশ কে যতটা কাছে মনে হয় ,আকাশ ততোটা কাছে নয়...ঠিক তেমনি কোন মানু
  • গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকা মানেই ভালোবাসা না। ভালোবাসা মানে জীবনে এমন একজন থাকা, য
  • একদিন তুমি বুঝবে একদিন তুমি বুঝবে। সেইদিন আমায় খুঁজবে। আমাকে পাবে না ফিরে। সেইদিন তুমি আমায় হারাবে। সেই
  • রাগান্বিত মানুষ যখন রাগান্বিত অবস্থায়,তখন তাকে কোনভাবে বিরক্ত করা উচিত নয় । কেননা তা থেকে চরম ভুল
  • সত্যিকারের বন্ধুত্ব সত্যিকারের বন্ধুত্ব কখনোই ছায়ার মতো নয়, আলোর মাঝে যার দেখা মেলে, আঁধারে যেঅস্তিত্বহীন
  • ভালোবাসার শুরু হয় ভালোবাসার শুরু হয়, শেষ হয় না। হয়তো এক সময় ভালোবাসার মানুষটা হারিয়ে যায়, তবে ভালোবাসা হার
  • Facebook Comment