ভালবাসার মানুষের

ভালবাসার মানুষের ছেড়ে যাওয়ার
কষ্ট হয়ত সময়ের সাথে কমে যায় ,
কিন্তু চাইলেও তাকে কখনও
পুরোপুরি ভুলে যাওয়া যায় না ।
তার প্রতি ভালবাসাটাও হয়ত
দিনে দিনে নিষ্প্রান হয়ে যায়
তবুও তাকে অন্য কারও
পাশে দেখলে অজানা এক কষ্টের
অনুভূতি মনের ভেতরটায় ছেয়ে যায়

(সংগৃহীত)

Related Post:

  • ভালোবাসার শুরু হয় ভালোবাসার শুরু হয়, শেষ হয় না। হয়তো এক সময় ভালোবাসার মানুষটা হারিয়ে যায়, তবে ভালোবাসা হার
  • জীবনের প্রথম সম্পর্ক জীবনের প্রথম সম্পর্ক, অনেক আনন্দের.......!। জীবনের প্রথম চাওয়া টা, অনেক দামি........!।
  • পবিত্র ভালবাসা কাউকে দূর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালবাসা। কারন, এ ভালবাসায় কোন রকম অপবিত্রতা থাক
  • বেশী লজ্জা একটা মেয়ে একটি ছেলেকে যত বেশী ভালোবাসে,তার চোখের দিকে তাকাতে সে তত বেশী লজ্জা বোধ করে।
  • জানিনা কতটুকু জানিনা কতটুকু ভালবাসি তোমায়, শুধু বলবো আমার ভালবাসার শেষ নেই ... তুমি যদি এর সীমানা খুঁ
  • ধোকা যদি কাউকে ধোকা দিতে পারো, তাহলে ভেবোনা সেই বোকা ছিলো। মনে রেখো সে তোমাকে বিশ্বাস করেছিল
  • Facebook Comment