কাউকে একবার মন

কাউকে একবার মন দিয়ে দিলে,
সেটা আর ফেরত নেয়া যায় না.!!
কারো জন্য একবার ভালোবাসা
সৃষ্টি হয়ে গেলে,
সেটা আর কখনো ধ্বংস করা যায় না...!!
সবকিছুই সয়ে যেতে হয় শুধু নীরবে,
কিছুই করার থাকে না

(সংগৃহীত)

Related Post:

  • সামনে কত পথ সামনে কত পথ পাড়ি দিতে হবে বা কত কষ্ট সহ্য করতে হবে, সেটা না ভেবে মনে করতে চেষ্টা কর- এ
  • জানিনা কতটুকু জানিনা কতটুকু ভালবাসি তোমায়, শুধু বলবো আমার ভালবাসার শেষ নেই ... তুমি যদি এর সীমানা খুঁ
  • পৃথিবীর সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় কঠিন কাজ হল মানুষের মন বোঝা... যে মন পাল্টে দিতে পারে একটা মানুষের জ
  • সত্যিকারের বন্ধুত্ব সত্যিকারের বন্ধুত্ব কখনোই ছায়ার মতো নয়, আলোর মাঝে যার দেখা মেলে, আঁধারে যেঅস্তিত্বহীন
  • অবিবাহিত VS বিবাহিত ১. বিয়ের আগে : হিরো নাম্বার 1 বিয়ের পর : কুলি নাম্বার 1 ২. বিয়ের আগে : আমি প্রেমে পড়
  • যে যত দ্রুত অতীতকে যে যত দ্রুত অতীতকে ভুলতে পারে, সে তত দ্রুত সুখী হতে পারে । কারণ, অতীতে যত সুন্দর ঘটনাই
  • Facebook Comment