একটি রোমান্টিক গল্প

ছেলে- কি করছো?
মেয়ে- ছবি আকঁছি
ছেলে- ওটা তো একটা বিন্দু
মেয়ে-তুমি ছুঁয়ে দিলেই বৃত্ত হবে
কেন্দ্র হবে তুমি আর
আমি হবো বৃত্তাবর্ত
ছেলে- কিন্তু আমি যে বৃত্তে আবদ্ধ
হতে চাই না আমি চাই অসীমের
অধিকার
মেয়ে- একটু অপেক্ষা করো . . .
এবার দেখো
ছেলে- ওটা কি? ওটা তো তুলো
মেয়ে- তুমি ছুঁয়ে দিলেই আকাশ
হবে তুমি হবে নি:সীম দিগন্ত
আর আমি হবো দিগন্তরেখা
ছেলে- কিন্তু সে তো অন্ধকার
হলেই মিলিয়ে যাবে
আমি চিরন্তন হতে চাই
মেয়ে- আচ্ছা, এবার দেখো
ছেলে- একি! তো জল
মেয়ে- তুমি ছুঁয়ে দিলেই সাগর
হবেতুমি হবে জলকণা আর
আমি হবো জলাধার
ছেলে- আমার
যে খন্ডিতে বিশ্বাস নেই আমার
দাবী সমগ্রের
মেয়ে- একটু অপেক্ষা করো এবার
চোখ খোল
ছেলে- ওটা কি আঁকলে?
ওটা তো একটা হৃদয়
মেয়ে- হ্যাঁ, এটা হৃদয়
যেখানে তুমি আছো অসীম মমতায়,
চিরন্তন ভালোবাসায় এবার
বলো আর কি চাই তোমার?
ছেলে- সারাজীবন শুধু ওখানেই
থাকতে চাই

(সংগৃহীত)

Related Post:

  • কেন জানিনা আজ কেন জানিনা আজ তোমাকে খুব বেশী মনে পড়ছে। নিজেকে আজ খুব একা লাগছে সাথে অসহায়ও। এর আগেও তো
  • এক অপ্রেমিকের জন্য এই শহরেই তুমি বাস করবে, কাজে অকাজে দৌড়োবে এদিক ওদিক কোথাও আড্ডা দেবে অবসরে, মদ খাবে, তু
  • ফোন রিসিভ ব্রেকআপের এক বছর পর ছেলে মেয়েটিকে ফোন করল ছেলেটির ফোন দেখে মেয়েটি খুব অবাক হল কেননা এক ব
  • ভালবাসার সত্য কাহিনি -হ্যালো, কে ? -আমি সুমি। -কোন সুমি ? -দুষ্টামি বন্ধ করো, তোমার সাথে একটা জরুরী কথা আছে।
  • মিথিলার মেজাজ খারাপ ক্লাস এ ঢুকেই মিথিলার মেজাজটা খারাপ হয়ে গেল।কারন তখনো কেউই এসে পৌঁছায়নি। শুধুমাত্র রা
  • একটি হৃদয় ভাঙ্গার গল্প "তাহলে কাল দেখা হচ্ছে?" ও পাশ থেকে হাসি ভেসে আসল, "কেন তোমার বিশ্বাষ হচ্ছে না বুঝি?" "কি
  • Facebook Comment