এক সময় ভাবতাম আমার মোহনায় তোমাকে নিয়ে চলে যাবো ।
কত কিছু ভাবতাম তোমায় নিয়ে । তুমিয় তো বলেছিলে মোহনার অবঙ্গতীর এক পর্যন্ত তার সাথেয়
থাকবা । এক মূহুর্ত ও তোমায় ছাড়া চলতে পারিনি । কিন্তু কোন এক প্রতিকুল আবহাওয়া তোমাকে
আমার কাছ থেকে ছিনিয়ে নিল । রীতিমত কিছু বুঝে ওঠার আগেয় তুমি অন্য মোহনায় অনেক দুরে
চলে গেছো । আমার চেষ্টার কোন শেষ ছিল না তাকে আমার মোহনায় ফিরিয়ে আনার জন্য ।
কিন্তু আমি অনেক দেরি করে ফেলায় সে অন্য মোহনায় বহুদূরে আগমন করেছে । আমি তাকে যত ই ভূলে থাকার চেষ্টা করি ততোয় তাকে বেশি করে মনে পরে । জানিনা এইটা কি নিয়তি যে স্রত শুধুয় মোহনা বদল করে । এখন চেষ্টা করি নিজের মোহনায় নিজেয় চলতে । জানিনা যদি আবার কোন স্রত এসে আমার মোহনায় গমন করতে চায় তাহলে আমার মোহনা তাকে কতোটা গমন করার অধিকার দিবে তাহা আমার মোহনারিয় জানা নায় । এটায় জীবনের নিয়তি ।
কিন্তু আমি অনেক দেরি করে ফেলায় সে অন্য মোহনায় বহুদূরে আগমন করেছে । আমি তাকে যত ই ভূলে থাকার চেষ্টা করি ততোয় তাকে বেশি করে মনে পরে । জানিনা এইটা কি নিয়তি যে স্রত শুধুয় মোহনা বদল করে । এখন চেষ্টা করি নিজের মোহনায় নিজেয় চলতে । জানিনা যদি আবার কোন স্রত এসে আমার মোহনায় গমন করতে চায় তাহলে আমার মোহনা তাকে কতোটা গমন করার অধিকার দিবে তাহা আমার মোহনারিয় জানা নায় । এটায় জীবনের নিয়তি ।