প্রস্তাব

একটি ছেলে একটি মেয়েকে খুব
ভালবাসে কিন্তু
কিছুতে বলতে পারছে না
তারা জন খুব ভাল বন্ধু
একদিন রাতে ছেলেটা ভাবল
যে কি করে প্রস্তাব দেয়া যায়
অনেক
ভাবার পর
হঠাত্ তার
মাথাতে একটা বুদ্ধি আসল
পরের দিন ছেলেটা ওই
মেয়েটার সাথে দেখা করল
এবং বললঃ
ছেলেঃ তুমি কিছুক্ষণের জন্য
চোখটা বন্ধ করবে?
মেয়েঃ হঠাত্ করে চোখ বন্ধ
করবো কেনো! ...
ছেলেঃ দরকার
আছে চোখ বন্ধ
করলে বুঝতে পারবে
মেয়েঃ ঠিক আছে চোখ বন্ধ করছি!
ছেলেঃ তুমি যে চোখ
বন্ধ করে রেখেছ
অবস্থাতে তোমার কেমন
লাগছে?
মেয়েঃ খুব খারাপ!
চারদিকে শুধু অন্ধকার!
মনে হচ্ছে যেন আমি খুব একাকী!
ছেলে মেয়েটির
কানের কাছে ফিসফিস
করে বললঃ তুমি ছাড়া আমার
জীবন এমনই অন্ধকার!
(সংগৃহীত)

Related Post:

  • এক মহিলা এক মহিলা তার পরিবারের জন্য প্রতিদিন রুটি বানাত এবং একটা অতিরিক্ত রুটি এক কুঁজোর জন্য বান
  • মিথিলার মেজাজ খারাপ ক্লাস এ ঢুকেই মিথিলার মেজাজটা খারাপ হয়ে গেল।কারন তখনো কেউই এসে পৌঁছায়নি। শুধুমাত্র রা
  • একটি মেয়ে একটি মেয়ে তার প্রেমিককে অন্য একটি মেয়ের হাত ধরে থাকতে দেখল। মেয়েটি তাকে ম্যাসেজ দিল.
  • দুজন দুজনকে ছেলেটি এবং মেয়েটি দুজন দুজনকে খুব ভালবাসতো। কিন্তু ছেলেটির পরিবার খুব গরীব হওয়ায় মেয়
  • একটি হৃদয় ভাঙ্গার গল্প "তাহলে কাল দেখা হচ্ছে?" ও পাশ থেকে হাসি ভেসে আসল, "কেন তোমার বিশ্বাষ হচ্ছে না বুঝি?" "কি
  • ফোন রিসিভ ব্রেকআপের এক বছর পর ছেলে মেয়েটিকে ফোন করল ছেলেটির ফোন দেখে মেয়েটি খুব অবাক হল কেননা এক ব
  • Facebook Comment