প্রস্তাব

একটি ছেলে একটি মেয়েকে খুব
ভালবাসে কিন্তু
কিছুতে বলতে পারছে না
তারা জন খুব ভাল বন্ধু
একদিন রাতে ছেলেটা ভাবল
যে কি করে প্রস্তাব দেয়া যায়
অনেক
ভাবার পর
হঠাত্ তার
মাথাতে একটা বুদ্ধি আসল
পরের দিন ছেলেটা ওই
মেয়েটার সাথে দেখা করল
এবং বললঃ
ছেলেঃ তুমি কিছুক্ষণের জন্য
চোখটা বন্ধ করবে?
মেয়েঃ হঠাত্ করে চোখ বন্ধ
করবো কেনো! ...
ছেলেঃ দরকার
আছে চোখ বন্ধ
করলে বুঝতে পারবে
মেয়েঃ ঠিক আছে চোখ বন্ধ করছি!
ছেলেঃ তুমি যে চোখ
বন্ধ করে রেখেছ
অবস্থাতে তোমার কেমন
লাগছে?
মেয়েঃ খুব খারাপ!
চারদিকে শুধু অন্ধকার!
মনে হচ্ছে যেন আমি খুব একাকী!
ছেলে মেয়েটির
কানের কাছে ফিসফিস
করে বললঃ তুমি ছাড়া আমার
জীবন এমনই অন্ধকার!
(সংগৃহীত)

Related Post:

  • একটি মেয়ে একটি মেয়ে তার প্রেমিককে অন্য একটি মেয়ের হাত ধরে থাকতে দেখল। মেয়েটি তাকে ম্যাসেজ দিল.
  • এক মহিলা এক মহিলা তার পরিবারের জন্য প্রতিদিন রুটি বানাত এবং একটা অতিরিক্ত রুটি এক কুঁজোর জন্য বান
  • ভালবাসার সত্য কাহিনি -হ্যালো, কে ? -আমি সুমি। -কোন সুমি ? -দুষ্টামি বন্ধ করো, তোমার সাথে একটা জরুরী কথা আছে।
  • কেন জানিনা আজ কেন জানিনা আজ তোমাকে খুব বেশী মনে পড়ছে। নিজেকে আজ খুব একা লাগছে সাথে অসহায়ও। এর আগেও তো
  • আমার প্রাণের পরে চলে কে! সমুদ্র বলতো, লক্ষ্মীছাড়ার জীবনেও কি সুখ সয়! আমার তো সয় না। আমি নিঃসঙ্গ পথিক, আরে পথ তো এ
  • একটি প্রেমের গল্প আমি বাবা-মায়ের একমাত্র মেয়ে, ছোটবেলা বাবা মারা যায়,কিন্তু আমাদের ফ্যামিলি অনেক ভালো হ
  • Facebook Comment