মেহমান

স্ত্রীঃ"মেহমান আসতেছে, কিন্তু
ঘরে ডাল
ছাড়া কিছু নাই, কি করবো এখন?"
স্বামীঃ"যখন মেহমান আসবে, তখন
কিচেনে একটা বাসন ফেলে দিবে,
আমি জিজ্ঞেস করবো, 'কি হইছে',


তুমি তখন বলবে কোরমা পড়ে গেছে!
এরপর আরেকটা বাসন ফেলবে,
আমি আবার
বলবো কি হলো, তুমি তখন
বলবে বিরিয়ানি পড়ে গেছে!!
তখন আমি বলবো, 'ঠিক আছে,ডাল ই
নিয়ে আসো'!!
মেহমান তখন কিছু মনে করবে না"!
তো মেহমান আসার পর কিচেন
থেকে বাসন
পড়ার শব্দ আসলো স্বামী জিজ্ঞেস
করলো, "কি হয়েছে"??
স্ত্রী জবাব দিলো,

"ডাল ই পড়ে গেছে"
  • Facebook Comment