এরিষ্টটল

একদিন এরিষ্টটলকে এক ব্যাক্তি খুব খারাপ
ভাষায় বকাঝকা করতে লাগলো কিন্তু তিনি কোন
উত্তর দিলেন না।
পরে এরিষ্টটলকে অন্য এক
ব্যাক্তি জিজ্ঞাসা বললেন:
আচ্ছা ঐ ব্যাক্তি আপনাকে এত খারাপ
কথা বললো আর আপনি কোন উত্তর দিলেন না?
এরিষ্টটল:-
"মনে করুন আপনার কাছে ২ পয়সা আছে,
আপনি দিতে গেলেন আমাকে কিন্তু
আমি যদি না নেই তবে সেটা কার থাকলো?"

জ্ঞানী মানুষের কথা তো এইরকম হয়।
  • Facebook Comment