এক বুড়া চাঁচা

এক বুড়া চাঁচা গেছে স্যালুনে চুল
কাটাইতে।
কিন্তু তার মাথায় ছিলো
মাত্র ৮ থেকে ১০টা চুল।


চাঁচাকে দেখে নাপিত বলল,
"আমি কি এখন আপনার মাথার চুল
কাটবো নাকি গুনবো?"
চাঁচা একটা মুচকি হাঁসি দিয়ে বলল,

"আরে না পাগল চুল গুলারে একটু কালার
করে দে।"

Related Post:

  • টিচার টিচারছাত্রকে প্রশ্ন করলো, টিচার: এই আবুল বলতো জনক কয় প্রকার? ( ছাত্র এত সোজা প্রশ্নশু
  • বার্ড ফ্লু Normal 0 false false false EN-US X-NONE X-NONE
  • One এ পড়ে ছেলেঃ আচ্ছা, কালকে যিনি আমার ফোন রিসিভ করলেন   , উনি কি তোমার স্বামী? মেয়েঃ ছি !
  • মুজরা নাচ হাবলু একদিন সারারাত বাইজীর মুজরা নাচ দেখল। তো বাইজী তাকে বলছে "সাহেব...আমি তো আপনাকে খু
  • প্রপোজ একটি ছেলে তার ক্লাসের এক মেয়ের প্রেমে পড়ে গেছে । একদিন সে ঐ মেয়েকে প্রপোজ করল । ছেলে::
  • বরশি বল্টু একদিন একটা পুকুরে বরশি ফালাইছে তো পুকুরের পাহাড়াদার বল্টুকে এসে বলছে ঐ বেটা পড়তে
  • Facebook Comment