ভালবাসার অনুভতি



যদি সে চিৎকার করে বলে
আমি তোমাকে ভালোবাসি পাবলিক প্লেস এ
তাহলে সত্যি ই সে তোমাকে ভালবাসে

যদি সে বলে
আমি তোমাকে ভালোবাসি সব বন্ধুদের সামনে
এটার অর্থ সে তোমায় নিয়ে গর্ব করতেছে

যদি সে বলে
আমি তোমাকে ভালোবাসি তার বাবা-মার সামনে
তাহলে এর অর্থ সে তোমার জন্যে প্রস্তুত

যদি সে বলে
আমি তোমাকে ভালোবাসি তার শত ব্যাস্ত কাজের মাঝে
এর অর্থ হল সে সবসময় আপনাকে ভাবে

সুতরাং ভালবাসা হল এমন এক অনুভতি যা চলবে তার নিজস্ব গতিতেই
কোন শব্দই ভালবাসার সাথে তুলনীয় নয় ।
  • Facebook Comment