জীবনটাই
আসলে কেমন জানি...সব কিসুতেই দেরি হয়ে যায়...। তুমি ভাল থাকো সব সময় চেয়েছি...।
জানি না তুমি তা বুঝেছ কিনা কখনই আর আমিই বা তোমাকে তা বোঝাতে পেরেছি কিনা
কখনও...তুমি বুঝেছিলে আমি জানি...আমার না বলা সব কথা তুমি বুঝতে...। আমিও তোমার না
বলা কথা গুলো তাই বুঝেছিলাম...। কিন্তু কালো এই অন্ধকারের কুয়াশাময় কথা গুলো কখনই
আলোর মুখ দেখলনা...। আমরা কেউই পারলাম না দেখাতে...। আজ তুমি কোথায় জানিনা...।
তোমার ওই চাঁদখানি মুখ দেখিনা এটাই মনে করবে সবাই...কিন্তু আসলে আমি জানি...।
প্রতি মুহুর্তে আমি তোমাকে দেখি...। তুমি আমার মাঝেই আছো...। তুমি আছো আমার জীবনের
প্রতিটি রাতের ঘুম না হওয়া চোখের জলে...তুমি আছো আমার প্রতিটি হাসির পিছের
অশ্রুতে...।।