জীবনটাই আসলে কেমন

জীবনটাই আসলে কেমন জানি...সব কিসুতেই দেরি হয়ে যায়...। তুমি ভাল থাকো সব সময় চেয়েছি...। জানি না তুমি তা বুঝেছ কিনা কখনই আর আমিই বা তোমাকে তা বোঝাতে পেরেছি কিনা কখনও...তুমি বুঝেছিলে আমি জানি...আমার না বলা সব কথা তুমি বুঝতে...। আমিও তোমার না বলা কথা গুলো তাই বুঝেছিলাম...। কিন্তু কালো এই অন্ধকারের কুয়াশাময় কথা গুলো কখনই আলোর মুখ দেখলনা...। আমরা কেউই পারলাম না দেখাতে...। আজ তুমি কোথায় জানিনা...। তোমার ওই চাঁদখানি মুখ দেখিনা এটাই মনে করবে সবাই...কিন্তু আসলে আমি জানি...। প্রতি মুহুর্তে আমি তোমাকে দেখি...। তুমি আমার মাঝেই আছো...। তুমি আছো আমার জীবনের প্রতিটি রাতের ঘুম না হওয়া চোখের জলে...তুমি আছো আমার প্রতিটি হাসির পিছের অশ্রুতে...।।

Related Post:

  • একা হাঁটা কষ্টের নয় একা হাঁটা কষ্টের নয়... কিন্তু যখন হেঁটেছিলাম দুজনে একসাথে মাইলের পর মাইল,সেখান থেকে একা
  • খুব প্রিয় যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে .. প্রথম প্রথম মানুষ খুব
  • হৃদয় এবং মস্তিস্কের হৃদয় এবং মস্তিস্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে, তখন তুমি হৃদয়কেই গ্রহন করো, কারন বুদ্ধিম
  • অতীত কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না। অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভাল শিক্ষক। (সংগৃহীত)
  • জীবনের প্রথম সম্পর্ক জীবনের প্রথম সম্পর্ক, অনেক আনন্দের.......!। জীবনের প্রথম চাওয়া টা, অনেক দামি........!।
  • মানুষ আমি মানুষ আমি,- মানুষ আমার পাশে; হৃদয়ে তার হৃদয় মেশালেও ব্যক্তি আমি- ব্যক্তিপুরুষ সেও দ্বীপে
  • Facebook Comment