জীবনটাই আসলে কেমন

জীবনটাই আসলে কেমন জানি...সব কিসুতেই দেরি হয়ে যায়...। তুমি ভাল থাকো সব সময় চেয়েছি...। জানি না তুমি তা বুঝেছ কিনা কখনই আর আমিই বা তোমাকে তা বোঝাতে পেরেছি কিনা কখনও...তুমি বুঝেছিলে আমি জানি...আমার না বলা সব কথা তুমি বুঝতে...। আমিও তোমার না বলা কথা গুলো তাই বুঝেছিলাম...। কিন্তু কালো এই অন্ধকারের কুয়াশাময় কথা গুলো কখনই আলোর মুখ দেখলনা...। আমরা কেউই পারলাম না দেখাতে...। আজ তুমি কোথায় জানিনা...। তোমার ওই চাঁদখানি মুখ দেখিনা এটাই মনে করবে সবাই...কিন্তু আসলে আমি জানি...। প্রতি মুহুর্তে আমি তোমাকে দেখি...। তুমি আমার মাঝেই আছো...। তুমি আছো আমার জীবনের প্রতিটি রাতের ঘুম না হওয়া চোখের জলে...তুমি আছো আমার প্রতিটি হাসির পিছের অশ্রুতে...।।

Related Post:

  • ভুল ছিলো কার বেশি ভুল ছিলো জানিনা.. হয়তো তোমার নয়তো অমার... একাকীত্ব আর নিরবতাকে সাক্ষী রেখে- এইট
  • জীবনে এমন সকল ছেলেরাই চায় তার জীবনে এমন একজন কেউ আসুক যে তাকে নিয়ে চিন্তা করুক ৷ তার দিকে খেয়াল
  • পৃথিবীর সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় কঠিন কাজ হল মানুষের মন বোঝা... যে মন পাল্টে দিতে পারে একটা মানুষের জ
  • হৃদয় এবং মস্তিস্কের হৃদয় এবং মস্তিস্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে, তখন তুমি হৃদয়কেই গ্রহন করো, কারন বুদ্ধিম
  • ধোকা যদি কাউকে ধোকা দিতে পারো, তাহলে ভেবোনা সেই বোকা ছিলো। মনে রেখো সে তোমাকে বিশ্বাস করেছিল
  • রাগান্বিত মানুষ যখন রাগান্বিত অবস্থায়,তখন তাকে কোনভাবে বিরক্ত করা উচিত নয় । কেননা তা থেকে চরম ভুল
  • Facebook Comment