- আমাকে কখনো কষ্ট দিবে না তো ???
- কষ্ট ! তোমাকে ! তোমাকে কষ্ট দেওয়ার মত সাহস এখনো আমার হয়ে ওঠে নি ।
- তাই বুঝি ! অমাকে ভয় পাও ?
- উহু , ভালবাসি ।
...
- তাই ! কতটা ভালবাস ?
যতটুকু ভালবাসা যায় , তার চেয়ে একটু বেশি ।
-
- আর তুমি ?
- তোমার চেয়ে একটু বেশি ।
- আচ্ছা ?
- হুমম্ ।
- নাহ্ , আমি বেশি ভালবাসি ।
- না , আমি ।
- আচ্ছা , ভবিষ্যত্ই বলে দেবে.......................... ...
নিষ্ঠুর ভবিষ্যত্................
ভবিষ্যতের বিশ্বাস ঘাতকতায় হারিয়ে গেল সে.........................
কিন্তু , তাকে ভুলতে পারিনি ।
ভবিষ্যতেরি পরিহাসে , একদিন দেখা হয়ে গেল তার সাথে....................
অন্যের হাত জরিয়ে সে দাড়িয়ে আছে....................
আমাকে হয়ত খেয়াল করেনি । করলেও হয়ত গ্রাহ্য করেনি ।
ক্ষনিকের জন্য স্তব্দ্ধ হয়ে গেলাম আমি...................
ভাবলাম , আসলেই কী তুমি আমায় বেশি ভালবেসেছিলে ???
- কষ্ট ! তোমাকে ! তোমাকে কষ্ট দেওয়ার মত সাহস এখনো আমার হয়ে ওঠে নি ।
- তাই বুঝি ! অমাকে ভয় পাও ?
- উহু , ভালবাসি ।
...
- তাই ! কতটা ভালবাস ?
যতটুকু ভালবাসা যায় , তার চেয়ে একটু বেশি ।
-
- আর তুমি ?
- তোমার চেয়ে একটু বেশি ।
- আচ্ছা ?
- হুমম্ ।
- নাহ্ , আমি বেশি ভালবাসি ।
- না , আমি ।
- আচ্ছা , ভবিষ্যত্ই বলে দেবে..........................
নিষ্ঠুর ভবিষ্যত্................
ভবিষ্যতের বিশ্বাস ঘাতকতায় হারিয়ে গেল সে.........................
কিন্তু , তাকে ভুলতে পারিনি ।
ভবিষ্যতেরি পরিহাসে , একদিন দেখা হয়ে গেল তার সাথে....................
অন্যের হাত জরিয়ে সে দাড়িয়ে আছে....................
আমাকে হয়ত খেয়াল করেনি । করলেও হয়ত গ্রাহ্য করেনি ।
ক্ষনিকের জন্য স্তব্দ্ধ হয়ে গেলাম আমি...................
ভাবলাম , আসলেই কী তুমি আমায় বেশি ভালবেসেছিলে ???