প্রতিটি নিশ্বাস

হয়তো তোমার জীবন থেকে হারিয়ে গেছি আমি, হয়তো তোমার প্রতিটি নিশ্বাস থেকে, হারিয়ে গেছে আমার নাম, তবুও তোমাকেই ভালবাসি…হয়তো তুমি সকাল,আর আমি রাত,হয়তো আর কোনদিন তোমার সাথে দেখা হবেনা তবুও তোমাকেই ভালবাসি…হয়তো তুমি আর আমার জন্য
গীটারে সুর তুলবেনা, হয়তো দুজনে মিলে আর গাইবনা,
ভালবাসি ভালবাসি…তবুও তোমাকেই ভালবাসি…
  • Facebook Comment